নরসিংদীর শিবপুর উপজেলার একটি নির্জন বাগানে পড়ে ছিল অজ্ঞাতনামা এক নারীর রক্তাক্ত লাশ। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার বাঘাব ইউনিয়নের বাঘাব গ্রামের হারুন মিয়ার বাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের পাশে পড়ে ছিল একটি ব্যাগ। তাতে কিছুই পাওয়া যায়নি।
লাশ উদ্ধার হওয়া ওই নারী বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে ছিল সাদা রঙের পায়জামা, লাল রঙের জামা ও কালো রঙের বোরকা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাব গ্রামের হারুন মিয়ার ওই নির্জন বাগানে শুক্রবার বিকেলে গাছের লতাপাতা কাটতে যান স্থানীয় কয়েকজন। এ সময় একজন নারীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার এনায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধুরী ও শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।
ওসি ফিরোজ তালুকদার বলেন, কে বা কারা ওই নারীকে শ্বাসরোধে হত্যার পর লাশ নির্জন বাগানে ফেলে রেখে গেছে। লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাঘাব ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মনির খান বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী অন্য কোনো জায়গা থেকে নিজেই এখানে এসেছেন, অথবা কে বা কারা তাকে ডেকে এনেছেন। পরে তাঁকে হত্যার পর সেখানে লাশ ফেলে রাখা হয়েছে।