নিহত রাকিব মোল্লা
নিহত রাকিব মোল্লা

শিবালয়ে হামলায় আহতের আট দিন পর ছাত্রলীগের সাবেক নেতার মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত রাকিব মোল্লা (২৬) নামের স্থানীয় ছাত্রলীগের সাবেক এক নেতার মৃত্যু হয়েছে। হামলার ঘটনার আট দিন পর আজ সোমবার রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিব উপজেলার দশচিড়া গ্রামের লাবলু মোল্লার ছেলে। তিনি স্থানীয় উলাইল ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

শিবালয় থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কয়েক মাস ধরে স্থানীয় আলমগীর হোসেনের সঙ্গে রাকিবের দ্বন্দ্ব চলে আসছে। এর জেরে ৭ জুলাই সন্ধ্যায় দশচিড়া খেলার মাঠ এলাকায় প্রতিপক্ষের লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে রাকিব গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবালয় থানার ওসি আবদুর রউফ সরকার বলেন, ছাত্রলীগের নেতার মৃত্যুর ঘটনায় আজ রাত সাড়ে আটটা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।