গ্রেপ্তার
গ্রেপ্তার

ধর্মপাশায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষক গ্রেপ্তার

সুনামগঞ্জের ধর্মপাশায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি, ইসলাম ধর্ম ও নারীদের পর্দা করা নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে আকাশ কুমার সিংহ (২৬) নামের কোচিং সেন্টারের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার খয়েরদিরচর গ্রামের খায়রুল ইসলামের (২৫) করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়।

এর আগে গতকাল সোমবার উপজেলার থানা উন্নয়ন কেন্দ্রে নিজ বাড়িতে আকাশ কুমারকে অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ৩০ থেকে ৩৫ জন। খবর পেয়ে সন্ধ্যায় ধর্মপাশা থানা-পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। পরে রাতেই খায়রুল ইসলাম (২৫) নামের এক তরুণ বাদী হয়ে তাঁর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে থানায় মামলা করেন।

থানা হেফাজতে আটক আকাশ কুমার সিংহ অভিযোগ অস্বীকার করেন। আকাশ প্রথম আলোকে বলেন, তিনি কোনো কটূক্তি ও বিরূপ মন্তব্য করেননি। তিনি ও খায়রুল একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করেন। তিনি গণিত পড়ান। খায়রুলও গণিত পড়াতে ইচ্ছুক। এ নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। এরই জেরে তাঁকে বিপাকে ফেলতে পরিকল্পিতভাবে এ ঘটনা সাজানো হয়েছে। ধর্ম নিয়ে কোনো কথা–কাটাকাটিই হয়নি।

খায়রুল ইসলাম বলেন, ‘আমরা ৮ থেকে ১০ দিন আগে কোচিং সেন্টারটি শুরু করেছি। মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, ধর্ম ও পর্দা নিয়ে অশালীন মন্তব্যের ঘটনা ঘটেছে গত ২৮ অক্টোবর। কোচিং সেন্টারে গণিত পড়ানো নিয়ে আকাশের সঙ্গে আমার কোনো বিরোধ সৃষ্টি হয়নি। আমাদের কাছে ডকুমেন্টারি কোনো প্রমাণ নেই। তবে আমিসহ অনেকের কাছে এসব কথা বলেছে বলে স্বীকার করেছে।’

ধর্মপাশা থানার উপপরিদর্শক হাফিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, আকাশ কুমারকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।