পাহাড় কাটতে গিয়ে খননযন্ত্র উল্টে চালকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

খাগড়াছড়ির রামগড় উপজেলায় রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে খননযন্ত্র (এক্সকাভেটর) উল্টে চালকের মৃত্যু হয়েছে। তাঁর নাম মিজানুর রহমান (৩০)। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কবিরহাটের বাসিন্দা। গতকাল শনিবার রাতে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, পাতাছড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল লতিফের নেতৃত্বে একটি দল রাতের আঁধারে পাহাড় কাটে। এর আগেও বালু উত্তোলনের অভিযোগে তাঁদের খননযন্ত্র ও বালু জব্দ করা হয়েছিল। গত বছর ইউনিয়নের কালাডেবা গ্রামের সম্প্রুপাড়ায় পাহাড় কাটার সময় মিজানুর রহমান নামের আরেক ব্যক্তি পাহাড়ধসে নিহত হন।

এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়েই পুলিশের একটি দল গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। খননযন্ত্রটি জব্দ করা হয়েছে। আজ রবিবার সকালে চালকের মরদেহ উদ্ধার করে রামগড় থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’