ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পুলিশ অভিযান চালিয়ে উপজেলা যুব ও ছাত্রদলের সাবেক দুই সভাপতি ওসমান হারুনুর রশিদ ও কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে নিজ নিজ বাড়ি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ বলছে, হারুনুর রশিদের বিরুদ্ধে চাঁদাবাজি ও কামাল উদ্দিনের বিরুদ্ধে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার কামাল উদ্দিনের বাড়ি কসবা সদরের খারপাড়ায়। আর গ্রেপ্তার হারুনুর রশিদের বাড়ি সদরের তেতীয়া এলাকায়।
গ্রেপ্তার ওসমান হারুনুর রশিদ বর্তমানে কসবা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি উপজেলা যুবদল ও ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। গ্রেপ্তার কামাল উদ্দিন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
বিএনপি ও স্থানীয় সূত্রে জানা যায়, নিত্যপণ্যের দাম বাড়ার প্রতিবাদে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সক্রিয় আছেন। মঙ্গলবার (৩০ আগস্ট) কসবা উপজেলা বিএনপির প্রতিবাদ সভার করার কথা আছে। সভায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতা রুমিন ফারহানা ও বরকতউল্লা উপস্থিত থাকার কথা আছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বলেন, উসমান হারুনুর রশিদ ও কামাল উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাঁদের ব্রাহ্মণবাড়িয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত দুজনকে জেলা কারাগারে পাঠিয়েছেন।