কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। আজ সকাল ১১ টায়
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থী শিবিরে পররাষ্ট্রমন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। আজ সকাল ১১ টায়

সংসদীয় কমিটির কাছে স্বদেশে ফেরার আকুতি জানালেন রোহিঙ্গা নেতারা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। আজ রোববার সকাল ১০টায় কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধিদল উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে গিয়ে পৌঁছান। দীর্ঘ ৩ ঘণ্টা আশ্রয়শিবিরে পরিস্থিতি পর্যবেক্ষণ, রোহিঙ্গাদের সঙ্গে আলাপ এবং নানা কার্যক্রম ঘুরে দেখেন কমিটির সদস্যরা। রোহিঙ্গা নেতারা স্বদেশে ফিরে যেতে তাঁদের আকুতির কথা জানান কমিটির সদস্যদের কাছে।

প্রতিনিধিদলে সাবেক পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ছাড়াও ছিলেন হুইপ সাইমুম সরওয়ার কমল, নুরুল ইসলাম নাহিদ, নাহিম রাজ্জাক, হাবিবুর রহমান ও জারা জাবীন মাহবুব। সকাল ১০টায় কমিটির আশ্রয়শিবিরে পৌঁছে প্রতিনিধিরা ঘণ্টাব্যাপী রোহিঙ্গাদের রেশন বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন।

এরপর কমিটির সদস্যরা যান ৫ নম্বর আশ্রয়শিবিরে। সেখানে উপস্থিত ৫০ জনের বেশি রোহিঙ্গা প্রতিনিধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটি। জানার চেষ্টার করেন সংকট নিরসনের উপায়গুলো। আর রোহিঙ্গা জানায়, যেকোনো মূল্যে তারা স্বদেশে ফিরতে চায়।

এরপর প্রতিনিধিদলটি শিশুশিক্ষা কার্যক্রম সেন্টার ও ঘুমধুমের ট্রানজিট সেন্টার পরিদর্শন করেন। পরে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয়শিবিরে বৈঠক করেন শিবিরে ইনচার্জদের সঙ্গে।

জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল বলেন, রোহিঙ্গাদের সঙ্গে দীর্ঘ আলাপ হয়েছে। মূলত স্বদেশে ফিরতে রোহিঙ্গারা বাংলাদেশ ও আন্তর্জাতিক মহলের সহযোগিতা চেয়েছেন।

কমিটির সভাপতি এ কে আব্দুল মোমেন বলেন, মূলত শিবিরের পরিস্থিতি জানতে এই পরিদর্শন। আলাপ করে যা পাওয়া গেছে, তা নিয়ে সংকট নিরসনে সুপারিশমালা প্রণয়ন করা হবে।