কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. নাসিরুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, নাসিরুল ইসলামের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও হলফনামায় এ তথ্য গোপন করেছেন। এ জন্য তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে কথা বলতে নাসিরুল ইসলামের মুঠোফোনে কল করলে সেটি বন্ধ পাওয়া যায়। নাসিরুল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। এ আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক। গত তিনটি সংসদীয় নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে মুজিবুল হক পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তিনি দলের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় নেতা-কর্মীরা বলেন, দীর্ঘদিন ধরে এ আসনটি মহাজোটের প্রার্থীদের ছেড়ে দেওয়া হচ্ছে। তাঁরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলেন, এবার যাতে এখানে নৌকার প্রার্থী দেওয়া হয়। দল ক্ষমতা থাকা সত্ত্বেও বারবার জাতীয় পার্টির নেতা নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনেকটা বঞ্চিত ও অবহেলিত অবস্থায় ছিল। এবার এ আসনে দল প্রার্থী দেওয়ায় তাঁরা উৎফুল্ল ছিলেন।
কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক উপকমিটির সদস্য মো. এরশাদ উদ্দিন বলেন, ‘কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের ভোটারেরা দীর্ঘদিন ধরে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। আমরা আশা করছি, এ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী নাসিরুল ইসলামের মনোনয়নপত্র আপিলের মাধ্যমে বৈধ হবে।’