গাজীপুর জেলার মানচিত্র
গাজীপুর জেলার মানচিত্র

গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বন্ধ ঘোষণা করা দুটি কারখানা খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে এম এম নিটওয়্যার লিমিটেড নামের কারখানার মূল ফটকে জড়ো হয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

পুলিশ ও কারখানা শ্রমিকেরা জানান, গত ১৮ ডিসেম্বর বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড কারখানা দুটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা রোববার সকালে কারখানার মূল ফটকে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কোনাবাড়ী–আমবাগ আঞ্চলিক সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে শ্রমিকেরা সড়ক ছেড়ে কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করতে থাকেন। বিকেল ৪টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা বিক্ষোভ করছিলেন।

এম এম নিটওয়্যার লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. মনোয়ার হোসেন বলেন, গত ৩ নভেম্বর শিল্প পুলিশের এক সদস্যকে আঘাত করেন শ্রমিকেরা। পরে শিল্প পুলিশ বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ৫০–৬০ জন শ্রমিককে আসামি করে মামলা করে। ওই মামলা প্রত্যাহারের দাবিতে ১৭ ডিসেম্বর শ্রমিকেরা কাজ বন্ধ করে দেন। পরে কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানার নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। এখন আবার কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকেরা কারখানার সামনে এসে বিক্ষোভ করছেন।

গাজীপুর শিল্প পুলিশ-২–এর পরিদর্শক মো. মোর্শেদ জামান জানান, বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সকালে শ্রমিকেরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। বিষয়টি সমাধানের জন্য কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে।