বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন মুলাদী উপজেলার মুলাদী গ্রামের আবুল কাসেম ফরাজীর ছেলে মো. ইয়াত উদ্দিন কামাল (৫৫) ও তাঁর বন্ধু বানারীপাড়া উপজেলার কচুয়া গ্রামের মৃত মান্নান ব্যাপারীর ছেলে রুহুল আমিন (৪০)। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলে যানজটের সৃষ্টি হয়। দুই পাশে আটকা পড়ে কয়েক শ যানবাহন। পরে গৌরনদী হাইওয়ে থানা–পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে বাসটি অপসারণ করলে রাত নয়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল মোল্লা জানান, বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে সাকুরা পরিবহনের বাসটি ছেড়ে আসে। গতকাল সন্ধ্যা সোয়া সাতটার দিকে গৌরনদী পৌর এলাকার দক্ষিণ বিজয়পুর মহল্লার শারমিন ক্লিনিকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মুলাদীগামী মোটরসাইকেলকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলেই ইয়াত উদ্দিন ও রুহুল আমিন নিহত হন। দুর্ঘটনার পর মহাসড়কের দুই দিকে প্রায় চার কিলোমিটারে কয়েক শ যানবাহন আটকা পড়ে। মহাসড়ক থেকে সাকুরা বাসটি অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
ওসি মো. গোলাম রসুল বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ শুক্রবার সকালে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ সাকুরা পরিবহনের বাসটি আটক করেছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় একটি মামলা হয়েছে।