জয়পুরহাটের কালাইয়ে সড়কে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলের পাশে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। পুলিশের ধারণা, আজ বুধবার সকালের দিকে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের বাঁশের সেতু এলাকায় বিপরীতমুখী যানবাহনের ধাক্কায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির নাম শাহিনুর রহমান (২৫)। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান দক্ষিণপাড়ার গ্রামের ছানাউল্লাহর ছেলে। তিনি হাট ইজাদার ছিলেন। স্বজনেরা তাঁর লাশ নিজ বাড়িতে নিয়ে গেছেন।
স্বজন ও পুলিশের বরাতে জানা যায়, শাহিনুর তাঁর স্ত্রী ও বোন-দুলাভাইকে সঙ্গে নিয়ে কালাই উপজেলার আফলাপাড়া গ্রামে তাঁর শ্বশুরবাড়িতে দাওয়াত খেতে এসেছিলেন। সবাইকে শ্বশুরবাড়ি রেখে আজ সকালে মোটরসাইকেলযোগে নিজ বাড়িতে রওনা দেন। পথচারীরা সকাল ছয়টার দিকে জয়পুরহাট-মোকামতলা আঞ্চলিক মহাসড়কের বাঁশের সেতুর এলাকায় সড়কে পাশে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলের পাশে একটি রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। একজন নিহত শাহিনুর রহমানকে চিনতে পেরে তাঁর শ্বশুরবাড়িতে খবর দেন। পরে স্বজনেরা এসে লাশটি নিয়ে যান। এ ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে বলে জানিয়েছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।
শাহিনুর রহমানের শ্বশুর মিজানুর রহমান বলন, ‘আমার মেয়েজামাই দাওয়াত খেতে এসেছিল। আজ সকালে নাশতা করে মোটরসাইকেল নিয়ে বাড়িতে রওনা হয়। কিছুক্ষণ পর বাঁশের সেতু এলাকায় সড়ক দুর্ঘটনায় আমার মেয়েজামাইয়ের মারা যাওয়ার খবর পেয়েছি।’