রংপরে নাশকতার মামলায় বিএনপি নেতা শহিদুল ইসলাম ওরফে মিজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার কোতোয়ালি থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান যুগ্ম-আহ্বায়ক এবং কারমাইকেল কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম প্রথম আলোকে বলেন, কোটা সংস্কারের আন্দোলন ঘিরে জেলা পুলিশ লাইনসে হামলার ঘটনায় শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক মামলা আছে।
রংপুরে গত ২৪ ঘণ্টায় ১৭ জনেক গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন ও জেলা পুলিশ। ১২টি মামলায় জেলা ও মহানগরে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৮৫। এসব মামলা হয়েছে মেট্রোপলিটনের কোতোয়ালি ও তাজহাট থানায়।
২৪ ঘণ্টায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মেট্রোপলিটন এলাকার ১৩ জন এবং জেলা পুলিশের অধীনে ৪ জন। গ্রেপ্তার ব্যক্তিরা বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী।