রাজবাড়ীর কালুখালী উপজেলায় খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়া একটি বিদ্যালয়ের সাত ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই ঘটনা ঘটে।
অসুস্থ হয়ে পড়া ওই সাত ছাত্রী কালুখালীর দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করে। তারা হলো প্রীতি, সুরভি, অন্তরা, তিশা, হিয়া, রাফিয়া ও আঁখি। তাদের মধ্যে প্রথম পাঁচজনকে রাজবাড়ী সদর হাসপাতাল এবং রাফিয়া ও আঁখিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি জেলার কালুখালীর মদাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দামুকদিয়া দুর্গাপুর আব্দুল আজিজ উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী স্নিগ্ধার জন্মদিন ছিল। দুপুরে টিফিনের সময় জন্মদিনের দাওয়াত খেতে স্নিগ্ধার বাড়িতে তার ১৩ জন সহপাঠী যায়। ওই বাড়িতে তারা একসঙ্গে ইলিশ ও খিচুড়ি খেয়েছিল।
সেখান থেকে বিদ্যালয়ে আসার পথে স্থানীয় একটি দোকান থেকে কয়েকজন কেক কিনে খায়। বিদ্যালয়ে ফেরার পর কমনরুমে বসার কিছুক্ষণ পর থেকে তাদের মাথাব্যথা ও পেটব্যথা শুরু হয়। তাদের মধ্যে একে একে সাতজন অসুস্থ হয়ে পড়ে। বিদ্যালয় কর্তৃপক্ষ বিকেলেই তাদের রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেহানা পারভীন জানান, টিফিনের পর তাদের ক্লাস ছিল। ক্লাস নিতে গিয়ে দেখেন তারা নেই। কমনরুমে গিয়ে দেখতে পান, মেয়েরা পেটব্যথায় কান্নাকাটি করছে। পরে অভিভাবকদের ফোন দেন এবং অসুস্থ ছাত্রীদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ফারিয়া আক্তার প্রথম আলোকে বলেন, ‘খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ছাত্রীদের মধ্যে দুজন বেশি অসুস্থ হওয়ায় তাদের জরুরি বিভাগ থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যরা সদর হাসপাতাল থেকেই চিকিৎসা শেষে রাতেই বাড়ি ফিরে যায়।’