কিশোরগঞ্জ শহরের একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক বাদল রহমানের (৬২) লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে শহরের চর শোলাকিয়া ব্যাপারীবাড়ি মোড়ের পুকুর থেকে তাঁর লাশটি উদ্ধার করা হয়।
বাদল রহমান কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান বলেন, গতকাল শনিবার রাত আটটার পর বাদল বাসা থেকে হাঁটতে বের হয়ে আর ফেরেননি। আজ সকালে পুকুরে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া গেছে। তাঁর ছোট ভাইকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে আতাউর রহমান দাবি করেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পাওয়ামাত্রই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে কিশোরগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দ্রুত সময়ের মধ্যে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হবে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এ মৃত্যুর রহস্য দ্রুত উদ্ঘাটন করতে তৎপর রয়েছে পুলিশ।