গাজীপুরে শিল্প পুলিশের আশ্বাসের পরও বেতন না পেয়ে একটি পোশাক কারখানার শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পশ্চিমপাড়া এলাকায় অবস্থান নিয়ে তাঁরা বিক্ষোভ করেন। এতে চন্দ্রা-নবীনগর সড়কে যান চলাচল বন্ধ হয়ে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা দুর্ভোগে পড়েন।
আজ দুপুর সাড়ে ১২টায় এ প্রতিবেদন লেখার সময় বিক্ষুব্ধ শ্রমিকেরা বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন।
বিক্ষুব্ধ শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা পশ্চিমপাড়া এলাকায় টু এক্সেল লিমিটেড নামের একটি পোশাক কারখানায় তিন শতাধিক শ্রমিক কাজ করেন। নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনের দাবিতে কয়েক দিন ধরেই শ্রমিকেরা কারখানাটির ভেতরে বিক্ষোভ করছিলেন। এ পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ গত মঙ্গলবার তাঁদের বেতন দেওয়ার কথা জানায়। কিন্তু সারা দিন পেরিয়ে গেলেও বেতন না পেয়ে সন্ধ্যা ৬টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করেন। পরে শিল্প পুলিশের আশ্বাসে তাঁরা অবরোধ তুলে নিয়ে বাসায় ফিরে যান। গতকাল বুধবারও তাঁদের বেতন দেওয়া হয়নি। শ্রমিকেরা আজ আবার চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
আকবর আলী নামের এক শ্রমিক বলেন, মঙ্গলবার পুলিশ বলেছিল, বেতন আদায় করে দেবে; কিন্তু দিতে পারেনি। তাই তাঁরা আজ আবার বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক আজাদ রহমান বলেন, নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করছেন। ৩১ ডিসেম্বরের মধ্যে বেতন আদায় করে দেওয়ার কথা বলা হলেও তাঁরা সেটি মানছেন না। তাঁরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।