লাউয়াছড়ায় ট্রাকের চাপায় প্রাণ গেল কাপড় ব্যবসায়ীর

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ায় ট্রাকের চাপায় সজল মিয়া (২৮) নামের এক কাপড় ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার বেলা তিনটার দিকে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সজল মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের লংগুরপার গ্রামের লোকমান মিয়ার ছেলে। কমলগঞ্জের ভানুগঞ্জ বাজারে সজল মিয়ার কাপড়ের দোকান আছে। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসিদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরে সজল মিয়া মোটরসাইকেল চালিয়ে কমলগঞ্জ থেকে শ্রীমঙ্গলের দিকে যাচ্ছিলেন। পথে তিনি লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রধান ফটকের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কমলগঞ্জগামী একটি ট্রাকের সঙ্গে ওই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সজল মিয়া সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

তৎক্ষণাৎ স্থানীয় লোকজন সজলকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে অবস্থার অবনতি হলে দ্রুত সজলকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় তাঁর মৃত্যু হয়।

ইউপি চেয়ারম্যান আসিদ আলী বলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আজ রোববার সজলের লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।