খুলনা সিটি নির্বাচনকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করতে বিএনপি ও তাদের শরিক দলগুলো অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ১৪ দলের নেতা-কর্মীরা। আজ শনিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁরা এ দাবি করেন।
সংবাদ সম্মেলন থেকে ভোটারদের কোনো ধরনের গুজবে কান না দিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়। খুলনায় গাজীপুরের চেয়ে ভালো পরিবেশে ভোট গ্রহণ হবে বলে দাবি করেন তাঁরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ১৪ দলের খুলনা সিটি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক খালিদ হোসেন। এ সময় তিনি বলেন, সিটি নির্বাচন সামনে রেখে গত মার্চ মাসে মেয়র পদে তালুকদার আবদুল খালেককে ১৪ দল সমর্থিত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। ১২ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে নির্বাচন ঘিরে খুলনায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
খালিদ হোসেন বলেন, যারা অসাংবিধানিক ও অস্বাভাবিকভাবে সরকার গঠন করতে চায়, তাদের আশা কোনো দিন পূরণ হবে না। ১৪ দল মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার পক্ষের রাজনৈতিক শক্তি, একটি রাজনৈতিক জোট। ২০০৪ সালের ২৩ দফা দাবির ভিত্তিতে ১৪ দল গঠন করা হয়। মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী শক্তি বিতাড়িত না হওয়া পর্যন্ত এবং মানুষের সাম্য-ন্যায্যতা অর্জন না হওয়া পর্যন্ত জোটের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
বিএনপি ভোটারদের কেন্দ্রে না যাওয়ার আহ্বান করায় ভোটার উপস্থিতি কমবে কি না জানতে চাইলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, যে দল ক্ষমতার পরিবর্তন হিসেবে নির্বাচনকে বিশ্বাস করে না, যারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়, শুধু তারাই ভোটারদের কেন্দ্রে না যাওয়ার অনুরোধ করছে। এটা গণতন্ত্রের জন্য আত্মঘাতী।
সংবাদ সম্মেলনে এস এম কামাল হোসেন বলেন, ‘আমাদের কাছে প্রতিটি ভোটই চ্যালেঞ্জ। যাঁরা প্রার্থী হয়েছেন, সবাই আমাদের প্রতিদ্বন্দ্বী। এ জন্য কেউ ঘরে বসে নেই। মেয়র প্রার্থী তালুকদার আবদুল খালেক নিজেসহ আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা-কর্মীরা মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। তাঁদের নিরলস পরিশ্রমের ফলে ভোটাররা কেন্দ্রে আসবেন এবং বঙ্গবন্ধুর প্রতীক, শেখ হাসিনার প্রতীকে ভোট দেবেন।’
সংবাদ সম্মেলনে বলা হয়, এবার আওয়ামী লীগের ভোটের মূল লক্ষ্য—জনগণের কাছে গিয়ে জনগণের রায় নৌকার পক্ষে আনা, যারা ভোটকেন্দ্রে যেতে চায় না, তাদের মিথ্যাচারের জবাব দেওয়া এবং যারা শেখ হাসিনার সরকারের আমলে ভালো নির্বাচন হয় না বলে অভিযোগ করে, একটি ভালো নির্বাচন উপহার দিয়ে তাদের অভিযোগের জবাব দেওয়া।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, ওয়ার্কার্স পার্টির নেতা দেলোয়ার উদ্দিন, জাসদ নেতা শেখ গোলাম মর্তুজা, ন্যাপ নেতা মো. নাসির উদ্দিন, জাতীয় পার্টির (জেপি) নেতা আদুল হালিম প্রমুখ উপস্থিত ছিলেন।