চট্টগ্রামের মিরসরাইয়ে মালবাহী ট্রাকের চাপায় মো. বেলায়েত হোসেন (৪৫) নামের এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত আরেক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। নিহত বেলায়েত হোসেন ফেনী সদর থানার কালিদহ ইউনিয়নের দক্ষিণ মাইজবাড়িয়া এলাকার মৃত হাফিজ আহমেদের ছেলে। আজ বৃহস্পতিবার সকাল আটটায় উপজেলার বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আজ সকালে বারইয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের সামনে চট্টগ্রামগামী বেপরোয়া গতির দুটি মালবাহী ট্রাকের মাঝখানে পড়ে যান দুই সাইকেল আরোহী। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অপরটিকে ধাক্কা দিলে দুই সাইকেল আরোহী চলন্ত ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে ছিটকে পড়েন। তখন বেলায়েত হোসেনের দুটি পা ট্রাকের চাকার নিচে থেঁতলে যায়। এতে গুরুতর আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর উদ্ধারকাজে যাওয়া বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জয়নুল আবেদিন প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে বারইয়ারহাট বাজার এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত মো. বেলায়েত হোসেনসহ আরও এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। পরে শুনেছি, বেলায়েত হোসেন মারা গেছেন।’
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল সরকার প্রথম আলোকে বলেন, ‘বারইয়ারহাট বাজারে খান সিটি সেন্টারের সামনে সড়ক দুর্ঘটনায় মো. বেলায়েত হোসেন নামের এক ব্যক্তি মারা গেছেন। দুর্ঘটনায় আরও এক ব্যক্তি আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত একটি ট্রাকটি হেফাজতে নিয়েছি আমরা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’