বগুড়া–৪ আসনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল

বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের মনোনয়ন বাতিল করা হয়েছে। রোববার দুপুরে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে
ছবি: প্রথম আলো

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

হলফনামাসহ আনুষঙ্গিক কাগজপত্রে স্বাক্ষর না করাসহ নানা ত্রুটির কারণে আজ রোববার যাচাই-বাছাই শেষে তাঁর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম বলেন, হিরো আলম দলীয় প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়নপত্রে দলের নাম উল্লেখ করেননি। দলীয় মনোনয়নের মূল কপি জমা না দিয়ে ফটোকপি জমা দিয়েছেন। আবার স্বতন্ত্রভাবে নির্বাচন করতে হলে মনোনয়নপত্রের সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জমা দিতে হয়, সেটাও ছিল না। এ ছাড়া হলফনামায় হিরো আলম স্বাক্ষরই দেননি। আবার হলফনামার সঙ্গে সম্পদ বিবরণীর ফরমও ছিল না। এসব নানা ত্রুটির কারণে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি চাইলে আপিল করতে পারবেন।

গত বৃহস্পতিবার বিকেলে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হিরো আলমের পক্ষে তাঁর ব্যক্তিগত সহকারী সুজন রহমান মনোনয়নপত্র দাখিল করেন। রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম তাঁর মনোনয়নপত্র গ্রহণ করেন। এর এক দিন আগে বুধবার বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতৃত্বাধীন বাংলাদেশ জনদলের (বিজেডি) থেকে প্রতিদ্বন্দ্বিতার কথা জানিয়েছিলেন হিরো আলম। তবে ২৪ ঘণ্টা যেতে না যেতেই তিনি সিদ্ধান্ত বদলে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ কংগ্রেসের নেতৃত্বাধীন জাতীয় জোটের ছয় দলের মধ্যে আছে গণ-অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ বেকার সমাজ (বাবেস), বাংলাদেশ পিপলস পার্টি, বাংলাদেশ গ্রিন পার্টি ও বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি। জাতীয় জোটের নির্বাচনী প্রতীক ডাব।

হিরো আলম বলেন, দুবাই সফরের কারণে মনোনয়নপত্র দাখিলের আগে ভালোভাবে যাচাই করা সম্ভব হয়নি। ব্যক্তিগত সহকারীর মাধ্যমে মনোনয়নপত্র দাখিল করায় হলফনামাসহ কয়েকটি কাগজে স্বাক্ষর ছাড়াই মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এখন মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামীকাল সোমবার আপিল করবেন। প্রার্থিতা ফিরে পেতে শেষ পর্যন্ত হাইকোর্টে যেতে হলেও যাবেন।

হিরো আলম আরও বলেন, বগুড়াসহ বিভিন্ন জায়গায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন। তখন ১ শতাংশ ভোটারের সমর্থন-সংবলিত স্বাক্ষর নিয়ে নানা ষড়যন্ত্র হয়েছে। এ জন্য এবার দলীয় মনোনয়নে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই অনুযায়ী বাংলাদেশ কংগ্রেস থেকে ডাব প্রতীকে লড়তে বগুড়া-৪ আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া-৪ আসনে মোট ভোটার ৩ লাখ ২৮ হাজার ৪৬৯ জন। গত ১ ফেব্রুয়ারি বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী (একতারা প্রতীক) হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন হিরো আলম। এর মধ্যে বগুড়া-৪ আসনে ১৪-দলীয় জোটের অন্যতম শরিক জাসদের এ কে এম রেজাউল করিমের কাছে ৮৩৪ ভোটে হেরে যান তিনি।

হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের বিষয়টি নিশ্চিত করে জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান বলেন, হলফনামায় স্বাক্ষর না করেই মনোনয়নপত্র দাখিল করায় বগুড়া-৪ আসনে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিরো আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।