ফেনীর সোনাগাজীতে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মোতাহের হোসেন (২৩) নামের এক সৌদি আরবপ্রবাসীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত মোতাহের হোসেন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় প্রবাসীর বাবা আবুল মোবারক বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় একটি মামলা করেছেন। মামলায় ভাদাদিয়া এলাকার মো. ছোটন, মো. মামুন, মো. অপু ও মো. জাবেদ এবং অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
পুলিশ, স্থানীয় লোকজন ও ভুক্তভোগীর পরিবারেরে সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে উপজেলার সুলাখালী গ্রামের স্থানীয় একটি মসজিদের সামনে বখাটেরা এক ছাত্রীকে শারীরিকভাবে হেনস্তা ও উত্ত্যক্ত করছিল। তার চিৎকারে বাড়ি থেকে প্রবাসফেরত চাচাতো ভাই মোতাহের হোসেন এগিয়ে এলে বখাটেদের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। এ সময় বখাটেরা তাঁকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার জের ধরে পরদিন শুক্রবার সন্ধ্যার দিকে মতিগঞ্জ ইউনিয়নের ভাদাদিয়া গ্রামে মোতাহের হোসেনকে মোটরসাইকেল থেকে নামিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে বখাটেরা। হামলায় নেতৃত্ব দেন মো. ছোটন, মো. মামুন, মো. অপু ও মো. জাবেদ। এ সময় হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে প্রবাসীর সঙ্গে থাকা আত্মীয়কেও মারধর করেন তাঁরা। এ সময় স্থানীয় লোকজন আহত মোতাহের হোসেনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠান। শরীরিক অবস্থার আরও অবনতি হলে ফেনী জেনারেল হাসপাতাল থেকে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মো. সাদেকুল করিম প্রথম আলোকে বলেন, আহত মোতাহের হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে।
জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছেন। পুলিশ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা করছে।