ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় মাহিয়া মাহির স্বামীর জামিন

পাঁচ ঘণ্টা কারাগারে থাকার পর শনিবার জামিনে মুক্তি পান চিত্রনায়িকা মাহিয়া মাহি। রোববার তাঁর স্বামী রকিব সরকার দেশে ফিরলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান মাহি
ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় চিত্রনায়িকা মাহিয়া মাহির পর জামিন পেলেন তাঁর স্বামী রকিব সরকার। আজ সোমবার বেলা আড়াইটার দিকে রকিব সরকারের আইনজীবীরা আদালতে তাঁর জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।

এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে রকিব সরকারের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন করেন। গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম দুই মামলায় তাঁর জামিন মঞ্জুর করেন।

পুলিশ জানায়, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা ছাড়াও কোটি টাকা মূল্যের জমি জোর করে দখলের অভিযোগে গত শুক্রবার মাহিয়া মাহি সরকার ও তাঁর স্বামী রকিব সরকারের নামে গাজীপুরের বাসন থানায় মামলা করেন ইসমাইল হোসেন নামের স্থানীয় এক ব্যবসায়ী।

গত শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মহানগর পুলিশ। একই মামলার আসামি তাঁর স্বামী রকিব সরকার সেদিন দেশে না এসে পরদিন গতকাল রোববার সকালে দেশে ফিরেন।

রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদত সরকার প্রথম আলোকে বলেন, রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুটি মামলায় তাঁকে জামিন দিয়েছেন আদালত। পরবর্তী পুলিশ প্রতিবেদন আসার আগপর্যন্ত এই জামিন বহাল থাকবে।