পুষ্টি-প্রথম আলো বিতর্ক উৎসব

মতপ্রকাশের স্বাধীনতাই বিতর্কের মূল চেতনা

ময়মনসিংহে চলছে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসব। শুক্রবার সকালে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে
 ছবি: প্রথম আলো

নিজের মত অন্যের ওপর জোর করে চাপিয়ে দেওয়া নয়, বরং যুক্তির মাধ্যমে তা অন্যের কাছে তুলে ধরতে হয়। এতেই মেলে সমাধান, মিলবে মুক্তি। মতপ্রকাশের স্বাধীনতাই বিতর্কের মূল চেতনা। এ চেতনা ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে প্রতিষ্ঠা পাওয়া জরুরি। আজ শুক্রবার সকাল ১০টায় ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা এসব কথা বলেন।

এ উৎসবে ময়মনসিংহ, শেরপুর ও জামালপুর জেলার ১৪টি স্কুলের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। সকাল থেকেই বিতার্কিকেরা বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জড়ো হতে থাকে। সকাল নয়টার দিকে বিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয় উদ্বোধনী পর্ব। প্রথমে বিতর্কবিষয়ক কর্মশালা পরিচালনা করেন বিতার্কিক মাশরেকি খান মাহিন।

পরে আলোচনা পর্বে অংশ নেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের উপসচিব (আইন) মশিউল আলম, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক খোরশেদ আলম, ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ এখলাস উদ্দিন খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুলের প্রধান শিক্ষক ছৈয়দ রায়হান উদ্দিন, নাগরিক টিভির ময়মনসিংহ প্রতিনিধি খুরশিদ আলম, ময়মনসিংহ বন্ধুসভার উপদেষ্টা আলী ইউসুফ ও সভাপতি সুব্রত কুমার সিংহ। উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন ময়মনসিংহ বন্ধুসভার সদস্য নাহিদ মণ্ডল।

উপসচিব মশিউল আলম বলেন, কখনো জোর করে নিজের যুক্তিকে প্রতিষ্ঠিত করা উচিত নয়। পরিশীলিত যুক্তির মাধ্যমে নিজের মতকে প্রতিষ্ঠা করা যায়। বিতর্ক মানুষকে সেই শিক্ষাই দেয়। মতপ্রকাশের স্বাধীনতাই বিতর্কের মূল চেতনা।

উপপরিচালক খোরশেদ আলম বলেন, ‘বিতর্কে অনেক যুক্তিতর্ক থাকে। যুক্তিতর্কের মাধ্যমে কোনো মত প্রতিষ্ঠিত হয়। তবে আমি বলব, মাদকের ক্ষেত্রে এর পক্ষে কোনো একটি যুক্তিও নেই। মাদক সব সময়ই যুক্তিতর্কের ঊর্ধ্বে থেকে বর্জনীয়। মাদককে সব সময়ই “না” বলতে হবে।’

পুষ্টি-প্রথম আলো স্কুল বিতর্ক উৎসবের চিত্র। শুক্রবার সকালে ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে

উৎসবে অংশ নেওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো ময়মনসিংহ জিলা স্কুল, জামালপুর জিলা স্কুল, বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নান্দিনা নেকজাহান বালিকা উচ্চবিদ্যালয়, বকশিগঞ্জ উলফাতুনেচ্ছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শেরপুর সরকারি ভেক্টোরিয়া একাডেমি, জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল মোমেনশাহী, মুকুল নিকেতন উচ্চবিদ্যালয়, নাসিরাবাদ কলেজিয়েট স্কুল, প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুল, কৃষি বিশ্ববিদ্যালয় হাইস্কুল, আফরোজ খান মডেল স্কুল ও এম এন ইন্টারন্যাশনাল স্কুল মুক্তাগাছা।