দারুল জান্নাতের মৃত্যুর খবর পেয়ে সহপাঠী, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করেন। বুধবার বেলা ১১টার দিকে রংপুরের মাহিগঞ্জ এলাকায়
দারুল জান্নাতের মৃত্যুর খবর পেয়ে সহপাঠী, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করেন। বুধবার বেলা ১১টার দিকে রংপুরের মাহিগঞ্জ এলাকায়

রংপুরে অটোরিকশার ধাক্কায় আহত শিক্ষার্থীর মৃত্যু, সড়ক অবরোধ

রংপুরে অটোরিকশার ধাক্কায় আহত পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। মৃত্যুর খবর পেয়ে বেলা ১১টার দিকে তার সহপাঠী, শিক্ষার্থী ও স্থানীয় লোকজন রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা আঞ্চলিক সড়কে গতিরোধক নির্মাণের দাবি জানান।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম দারুল জান্নাত (১১)। সে আমতলা বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সে নগরের খোদ্দ রংপুর গ্রাম এলাকার দোলন মিয়ার ছেলে।

রংপুর নগরের মাহীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস প্রথম আলোকে বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে রংপুর সিটি করপোরেশন ও এলজিইডির প্রকৌশলীরা গতিরোধক নির্মাণের আশ্বাস দিলে তাঁরা অবরোধ প্রত্যাহার করে নেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রংপুর-পীরগাছা আঞ্চলিক মহাসড়কে অটোরিকশার ধাক্কায় দারুল জান্নাত আহত হয়। তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে সে মারা যায়। মৃত্যুর খবর পেয়ে রংপুর-পীরগাছা আঞ্চলিক সড়ক প্রায় দুই ঘণ্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।

আমতলা বিদ্যাপীঠ অ্যান্ড কলেজের শিক্ষক শামছুল হক বলেন, দারুল জান্নাত কোচিংয়ে যাওয়ার জন্য বাড়ির পাশে সড়কে দুর্ঘটনার শিকার হয়।