কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের মেয়াদোত্তীর্ণ কমিটির বর্ধিত সভা ১৭ সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। সাংগঠনিক কার্যক্রম, বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও মেয়াদোত্তীর্ণ উপজেলা কমিটিগুলোর সম্মেলন নিয়ে সভায় আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। ছয় বছর আগে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর তিন বছরের জন্য ওই কমিটি গঠন করা হয়েছিল।
দলীয় সূত্রে জানা যায়, ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ঢাকার ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। সভায় চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
জেলা কমিটির অন্তত পাঁচজন নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, সভায় সাংগঠনিক বিষয় ছাড়াও কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী, বিভিন্ন ওয়ার্ডে দলের সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে একক প্রার্থী নিয়ে আলোচনা হতে পারে। তাঁদের চাওয়া নতুন সক্রিয় কমিটি।
খোঁজ নিয়ে জানা যায়, ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সদর দক্ষিণ উপজেলার লালমাই সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে আ হ ম মুস্তফা কামালকে সভাপতি ও মো. মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়। একই বছরের ১ সেপ্টেম্বর ৭১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আরও চারজনকে অন্তর্ভুক্ত করায় কমিটির সদস্যসংখ্যা দাঁড়ায় ৭৫। এর মধ্যে ১১ জন মারা গেছেন, একজন অব্যাহতি নিয়েছেন, ১২ জন বিদেশে অসুস্থ ও নিষ্ক্রিয় আছেন। অপর ৫১ জনের মধ্যেও তিন ভাগের দুই ভাগ নেতা জেলার কর্মসূচিতে অনুপস্থিত থাকেন। এ অবস্থায় দলকে চাঙা করার জন্য বর্ধিত সভায় দিকনির্দেশনামূলক আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
জেলা কমিটির বর্তমান সভাপতি আ হ ম মুস্তফা কামাল ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক ২০০৬ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আছেন। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রূপম মজুমদার বলেন, ৩ সেপ্টেম্বর জেলা কমিটির সাধারণ সম্পাদক বর্ধিত সভায় যোগদানের জন্য চিঠি দেন। চিঠিতে তিনটি এজেন্ডাসহ বিবিধ বিষয় নিয়ে আলোচনা হবে। জেলা কমিটির অনেক নেতা উপজেলা কমিটিতে রয়েছেন। কেউ কেউ জনপ্রতিনিধিও আছেন। এ কারণে জেলা কর্মসূচিতে সব সময় সব নেতা উপস্থিত থাকতে পারেন না।
কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজিবুল হক বলেন, বর্ধিত সভার চিঠি জেলা কমিটির সদস্যদের দেওয়া হয়েছে। ঢাকায় সভা অনুষ্ঠিত হবে।