ধর্ষণ
ধর্ষণ

অস্ত্রের মুখে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ, আদম পাচারকারী গ্রেপ্তার

রিকশাচালককে বিদেশে পাঠানোর আশ্বাস দিয়েছিলেন, তাঁকে যেতে বলেছিলেন ঢাকায়। এ সুযোগে ওই রিকশাচালকের বাড়িতে যান আদম পাচারকারী এবং অস্ত্রের মুখে জিম্মি করে তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন। বগুড়ার ধুনট উপজেলার এ ঘটনায় ওই আদম পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তির নাম দুলাল হোসেন (৪৬)। গত সোমবার রাতে উপজেলার চিকাশি ইউনিয়নের একটি বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার গৃহবধূ উপজেলার একটি আশ্রয়ণপল্লিতে রিকশাচালক স্বামীর সঙ্গে বসবাস করেন। আদম ব্যাপারী দুলাল হোসেন অল্প টাকায় ওই রিকশাচালককে বিদেশে পাঠানোর আশ্বাস দেন। এ উদ্দেশ্যে ২৪ নভেম্বর কৌশলে রিকশাচালককে ঢাকায় পাঠিয়ে দেন। বাড়িতে তাঁর স্ত্রী একা ছিলেন। ওই দিন রাত সাড়ে ১০টায় দুলাল হোসেন আশ্রয়ণপল্লিতে গিয়ে ওই রিকশাচালকের স্ত্রীকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে ওই গৃহবধূর চিৎকারে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। তখন দুলাল হোসেন পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ২৬ নভেম্বর দুলাল হোসেনের বিরুদ্ধে আদালতে ধর্ষণের অভিযোগে মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানার ওসিকে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, আদালতের আদেশে গতকাল সোমবার মামলাটি রেকর্ড করে অভিযুক্ত দুলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।