ঢাকার দোহার উপজেলার জয়পাড়া এলাকার ইছামতী নদীতে অতিরিক্ত যাত্রী নিয়ে একটি খেয়ানৌকাডুবির ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা তিনটার দিকে জয়পাড়া বাজারের পাশে নদীতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর পাওয়া যায়নি। নদীতে পানি কম থাকায় যাত্রীদের প্রায় সবাই সাঁতরে তীরে উঠে আসেন।
জয়পাড়া বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার মাঝি প্রথম আলোকে বলেন, নৌকাডুবির ঘটনায় তেমন কেউ হতাহত হননি। নদীটি ছোট হওয়ায় সবাই সাঁতরে তীরে উঠে আসেন। নদীতে পানি কম থাকায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
স্থানীয় লোকজন ও নৌকার যাত্রীরা জানান, আজ বৃহস্পতিবার জয়পাড়া বাজারের সাপ্তাহিক হাটবার ছিল। ওই বাজারের দক্ষিণ পাড়ে নদীর ওপারে বিদ্যালয়ের মাঠে কোরবানির পশুর হাট বসেছে। এ জন্য খেয়া নৌকা দিয়ে অন্তত ৪০ জন যাত্রী নদীর ওপারে পশুর হাটে যাচ্ছিলেন। অনেকের কাছে কোরবানির পশু কেনার টাকা ছিল। তাঁদের মধ্যে কেউ কেউ টাকা ও মালামাল খুইয়েছেন বলে ভুক্তভোগী কয়েকজন জানিয়েছেন।
নৌকাডুবিতে নদীতে একটি মুঠোফোন খুইয়েছেন শহীদুল ইসলাম নামের এক যাত্রী। তিনি প্রথম আলোকে বলেন, তাঁর একটি স্মার্টফোন পানিতে পড়ে গেছে। কাছে অল্প টাকা ছিল। সেগুলো ভিজে গেলেও খোয়া যায়নি। ছোট নদী হওয়ায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। হাটে আসা হান্নান শেখ বলেন, তাঁর কাছে থাকা টাকা ভিজে গেছে। তবে খোয়া যায়নি। আল্লাহ অল্পের জন্য রক্ষা করেছেন।