এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের আন্দোলনের কারণে অবরুদ্ধ হয়ে পড়া ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কর্মকর্তারা আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বাসায় ফিরেছেন। রোববার রাত ১০টার দিকে সেনাবাহিনী, র্যাব ও পুলিশের উপস্থিতিতে কর্মকর্তারা বোর্ড থেকে বেরিয়ে নিজেদের বাসায় ফেরেন।
শিক্ষা বোর্ডের সূত্রে জানা গেছে, এর আগে জেলা প্রশাসক এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। শিক্ষার্থীদের বলা হয়েছে, জেলা প্রশাসকের কাছে তাঁদের যৌক্তিক দাবিগুলো সোমবার লিখিত আকারে দেওয়ার জন্য।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান আবু তাহের প্রথম আলোকে বলেন, রাত ১০টার দিকে তাঁরা অফিস ত্যাগ করেছেন। এ সময় সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা ছিলেন। তবে দিনভর শিক্ষার্থীরা আন্দোলন করলেও তাঁরা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে কোনো খারাপ আচরণ করেননি। তাঁরা অফিস ত্যাগ করার পরপরই শিক্ষার্থীরাও বাসাবাড়িতে চলে গেছেন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের পাস করিয়ে দেওয়ার দাবিতে আজ দুপুর ১২টা থেকে শিক্ষা বোর্ড অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, ১৫ অক্টোবর প্রকাশিত ‘ত্রুটিপূর্ণ’ ফলাফল বাতিল করতে হবে। সব বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে সবাইকে উত্তীর্ণ করে দিতে হবে।
বেলা তিনটার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা চার দফা দাবি জানিয়ে বোর্ড চেয়ারম্যান মো. আবু তাহেরের কাছে লিখিত আবেদন করেন। এরপর তাঁদের চলে যাওয়ার কথা থাকলেও শিক্ষার্থীদের একটি পক্ষ রোববারের মধ্যেই সিদ্ধান্ত চেয়ে বিকেল পাঁচটা থেকে আবার বিক্ষোভ শুরু করেন। এ সময় সড়কের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানসহ ১০-১২ জন কর্মকর্তার কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন।