ফরিদপুরের চরভদ্রাসনে কোটা আন্দোলনকারীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ
ফরিদপুরের চরভদ্রাসনে কোটা আন্দোলনকারীদের মিছিলে বাধা দিয়েছে পুলিশ

ভাঙ্গায় পুলিশি বাধায় মিছিল করতে পারলেন না শিক্ষার্থীরা

ফরিদপুরের ভাঙ্গায় কোটা সংস্কারের দাবিতে মিছিল শুরুর সময় ধাওয়া দিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এ সময় ১৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থী। শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে সহিংসতার আশঙ্কায় ভাঙ্গায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ বুধবার সকাল ৯টার দিক থেকে ভাঙ্গা পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাজী মাহবুব উল্লাহ সরকারি কলেজের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ১০টার দিকে শতাধিক শিক্ষার্থী সেখানে জড়ো হন। এ সময় পুলিশ গিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর পুলিশ ঘটনাস্থল ও আশপাশের ব্র্যাক ব্যাংকের মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, আটক ব্যক্তিদের ব্যাপারে আপাতত কোনো তথ্য দেওয়া যাবে না।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আজ সকাল থেকেই ভাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুর এক্সপ্রেস ওয়েসহ ভাঙ্গা হাইওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্যই ভাঙ্গায় বিজেপি মোতায়ন করা হচ্ছে । কুষ্টিয়া থেকে দুই প্লাটুন বিজেপি সদস্য ফরিদপুরে এসে পৌঁছেছেন। তারা ভাঙ্গায় অবস্থান করবেন এবং মহাসড়কে নিরাপদে যানবাহন চলাচলের দায়িত্ব পালন করবেন।’