কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বাহাউদ্দীন বাহারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করা হয়

কুমিল্লায় এমপি বাহারের বাড়িতে হামলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও সেনাপ্রধানের ভাষণ শুনেই কুমিল্লায় সাধারণ মানুষ রাস্তায় বিজয়োল্লাস করছেন।

আজ সোমবার বেলা সাড়ে তিনটায় নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ে বিজয় মিছিল করে রামঘাট মহানগর পার্টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। এ সময় নগরীর মুন্সেফবাড়ি এলাকায় সদর আসনের সংসদ সদস্য (এমপি) বাহাউদ্দীন বাহারের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে কুমিল্লা মহানগর যুবলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গাজী গোলাম সারোয়ার শিপনসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাসায় হামলা চালানো হয়।

এ ছাড়া ৩ আগস্ট পুলিশ লাইনসে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার সময় একটি বাড়িতে শিক্ষার্থীরা আশ্রয় চেয়েছিলেন। গ্রিন লিফ স্কুলের সামনের সেই বাড়িটি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

কুমিল্লা টাউন হল এর পাশে অবস্থিত কুমিল্লা ক্লাবে ভাঙচুর ও অগ্নিসংযোগ

এদিকে বিক্ষুব্ধ জনতা কুমিল্লা ক্লাবে হামলা চালিয়ে আগুন লাগিয়ে দেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।