জামালপুর-৫ (সদর) আসনে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ আওয়ামী লীগ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শফিউর রহমানের হাতে মনোনয়নপত্র জমা দেন।
এ আসনের বর্তমান সংসদ সদস্য মোজাফফর হোসেন। এবার তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি এবং মনোনয়নপত্রও সংগ্রহ করেননি।
আবুল কালাম আজাদের বাড়ি জামালপুরের মেলান্দহ উপজেলার নলেরচর গ্রামে। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দলের নির্বাচনী কৌশল নির্ধারণে দলের যে কমিটি কাজ করছে, তার গুরুত্বপূর্ণ সদস্য তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আবুল কালাম আজাদের সঙ্গে ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ বাকী বিল্লাহ্, সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘শুনলাম, এখন পর্যন্ত এ জেলায় আমরাই প্রথম মনোনয়নপত্র জমা দিচ্ছি। আমার সঙ্গে জেলার শীর্ষ পর্যায়ের সব নেতা রয়েছেন। আমরা সব আইন মেনে চলছি, যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। জয়ী হতে সবার দোয়া চাই।’
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সাংবাদিকদের বলেন, ‘এবারের নির্বাচনে আমরা শতভাগ আচরণবিধি মেনে চলব। শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে আমাদের মাননীয় নেত্রী দলীয় নেতা-কর্মীদের যে নির্দেশনা দিয়েছেন, সেই নির্দেশনা আমরা শতভাগ পালন করব। এবার একটা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য আমরা দৃঢ়সংকল্পবদ্ধ। জামালপুর জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি।’
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত জামালপুর সদরে আটটি, ইসলামপুরে পাঁচটি, বকশীগঞ্জে পাঁচটি, মেলান্দহে ছয়টি ও সরিষাবাড়ী উপজেলায় সাতটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আজ দুপুর পর্যন্ত জামালপুর-৫ (সদর) আসনে একটি মনোনয়নপত্র জমা হয়েছে।