সকাল থেকেই ফাঁকা কেন্দ্র। অলস বসে থাকতে দেখা যায় ভোট গ্রহণে দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের। কেন্দ্রের মাঠে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরাও অলস দাঁড়িয়ে।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এমন চিত্র চোখে পড়ে।
এ কেন্দ্রে ভোটার ২ হাজার ৩০৪ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়েছে ২৮টি। কেন্দ্রের পাঁচটি বুথের মধ্যে প্রথম পৌনে দুই ঘণ্টায় কোনো কোনো বুথে ভোট পড়েছে ২ থেকে ১০টি করে। ২ নম্বর বুথে ভোটার সংখ্যা ৩৯৫। ভোট গ্রহণের দায়িত্বে আছেন তিন কর্মকর্তা। আড়াই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র দুটি। বুথ নম্বর ৩ ও ৫-এ ভোটারের সংখ্যা যথাক্রমে ৩৮৯ ও ৫৫১। এখানে আড়াই ঘণ্টায় ভোট পড়েছে তিনটি ও ছয়টি করে। এ ছাড়া ১ নম্বর বুথে ভোট পড়েছে ৭টি আর ৪ নম্বর বুথে ভোট পড়েছে ১০টি।
ভোটকেন্দ্রের সামনে দাঁড়িয়ে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব হোসেন। ভোটার উপস্থিতি সম্পর্কে তিনি বলেন, সকাল থেকে ঠান্ডা বাতাস বইছে। ভোটাররা তাই একটু অপেক্ষা করছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়বে।
সরকারি মহিলা কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সফিকুর রহমান বলেন, সকাল থেকেই কেন্দ্রে ভোটারের খরা। অলস বসে আছেন ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা।
এর আগে সকাল ১০টার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোটারের আনাগোনা খুব একটা নেই। কেন্দ্রে ভোটারের সংখ্যা ৩ হাজার ৯৬২। দুই ঘণ্টায় ভোট পড়েছে ১৭৬টি। কেন্দ্রের ৩ নম্বর বুথে দুই ঘণ্টায় ভোট পড়েছে মাত্র তিনটি। ২ নম্বর বুথে ভোট পড়েছে ১০টি। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুল হাসান বলেন, দুই ঘণ্টায় ভোট পড়েছে সাড়ে ৪ শতাংশ।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার ২২টি ইউনিয়ন ও ঠাকুরগাঁও পৌরসভা নিয়ে ঠাকুরগাঁও-১ আসন। এ আসনে ভোটারসংখ্যা ৪ লাখ ৮০ হাজার ৬০৯। ১৮৫টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
এই আসনে মোট প্রার্থী পাঁচজন। আওয়ামী লীগের রমেশ চন্দ্র সেন (নৌকা) ছাড়া বাকি প্রার্থীরা হলেন জাতীয় পার্টির রেজাউর রাজী (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রার্থী রাজিউল ইসলাম (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী রফিকুল ইসলাম (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী তহমিনা আখতার মোল্লা (ঈগল)।