হঠাৎ জাতীয় গ্রিডে ত্রুটির কারণে খুলনা বিভাগে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টা ২ মিনিটে বিদ্যুতের জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেয়। এরপর বিভাগের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহে জটিলতা সৃষ্টি হয়। বেলা আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরবরাহব্যবস্থা স্বাভাবিক হয়নি।
কুষ্টিয়ার ভেড়ামারার পাওয়ার গ্রিড অব বাংলাদেশের আওতাধীন ভারত-বাংলাদেশ ব্যাক টু ব্যাক স্টেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘হঠাৎ একটু সমস্যা দেখা দিয়েছে। এতে বেশ কিছু জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হচ্ছে। এটি নিয়ে ঢাকা থেকে একটি কমিটি কাজ করছে। আমরাও ত্রুটি খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি। দ্রুততম সময়ের মধ্যে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
নাম প্রকাশ না করার শর্তে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) কুষ্টিয়ার এক কর্মকর্তা জানান, সকাল ৯টা ২ মিনিটে হঠাৎ জেলার বিভিন্ন গ্রিডে একযোগে বিদ্যুতের সরবরাহ কমে যায়। আশপাশের জেলায় খোঁজ নিয়ে একই অবস্থার কথা জানা যায়। দেশের বিভিন্ন জায়গায় প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদিত হয়। তা গ্রিডের মাধ্যমে সরবরাহ করা হয়ে থাকে। বিদ্যুৎ প্ল্যান্টে নাকি গ্রিডে ত্রুটি হয়েছে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ওজোপাডিকোর আওতায় কুষ্টিয়া জেলায় আজ ৬০ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। পাওয়া যাচ্ছে ৪০ মেগাওয়াট। এ বিদ্যুৎ দিয়ে বিভিন্ন অঞ্চল বিভাজন করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চলছে। একদিকে ঘণ্টাখানেক বন্ধ রেখে অন্যদিকে সরবরাহ করা হচ্ছে।