সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিনগত রাত দুইটার দিকে উপজেলার জয়মনির হাট শহীদ সামাদ টেকনিক্যাল কলেজের সামনে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ধারণা করছে, ঘন কুয়াশায় রাতের আঁধারে কোনো মাইক্রোবাস বা ট্রাকের ধাক্কায় এ ঘটনা ঘটেছে।

নিহত দুজন হলেন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের সাহা পাড়া এলাকার আবদুল গফুরের ছেলে রশিদুল ইসলাম ও বলদিয়া ইউনিয়নের আবুল ফজল সরকারের ছেলে ব্যবসায়ী কামাল হোসেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল গভীর রাতে মোটরসাইকেলে করে রশিদুল ও কামাল রংপুরে থেকে ভূরুঙ্গামারী ফিরছিলেন। জয়মনির হাট শহীদ সামাদ টেকনিক্যাল কলেজের সামনে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যান রশিদুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কামালও মারা যান।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত দুজনের লাশ পুলিশের হেফাজতে আছে। লাশ দুটির সুরতহাল প্রতিবেদন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে