কুড়িগ্রামে ১৪৮ মণ সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক

হাতকড়া
প্রতীকী ছবি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের সাদ্দাম মোড় এলাকার এক ব্যবসায়ীর গুদাম থেকে ১৪৮ মণ (৫ হাজার ৯২০ কেজি) সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় ওই গোডাউনের মালিক চাল ব্যবসায়ী খবিরুল ইসলামকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, চাল ব্যবসায়ী খবিরুল ইসলামের বাড়ি উপজেলার কামাত আঙ্গারীয়া গ্রামে। তিনি সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির জন্য বরাদ্দ দেওয়া চাল গোপনে কিনে বিক্রি করতেন।

আজ শুক্রবার সকালে চাল আটকের বিষয়টি জানিয়েছেন ভুরুঙ্গামারী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

তিনি প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ্দাম মোড় এলাকার ওই গুদামে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় ওই গুদাম থেকে ১৪৮ মণ সরকারি চাল জব্দ ও চাল ব্যবসায়ী খবিরুল ইসলামকে আটক করে পুলিশ।

এ বিষয়ে ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম মাহমুদুর রহমানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সরকারি চাল কেনাবেচা ও ব্যক্তিগত গোডাউনে জমা রাখার দায়ে খবিরুল ইসলামের বিরুদ্ধে আজ সকালে থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।