নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। আজ বুধবার দুপুরে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। আজ বুধবার দুপুরে

শামীম ওসমান ছেলে ও ভাতিজাকে নিয়ে ছাত্রদের ওপর গুলি করেছেন: বিএনপি নেতা গিয়াসউদ্দিন

নারায়ণগঞ্জ-৪ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তাঁর ছেলে ও ভাতিজাকে সঙ্গে নিয়ে অস্ত্র হাতে নিরস্ত্র ছাত্র-জনতা ও বিএনপির নেতা-কর্মীদের ওপর গুলি করেছেন বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, ‘তাঁরা বড় বড় কথা বলে বোরকা পরে পালিয়ে গেছেন। এঁদের ছাড়া যাবে না। আমরা আইন হাতে তুলে নেব না। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বুধবার দুপুরে নারায়ণগঞ্জে জেলা বিএনপির অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। ‘গণহত্যার দায়ে শেখ হাসিনার বিচারের দাবিতে’ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে ডাচ্‌-বাংলা ব্যাংকের সামনে এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম, ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বারী ভুঁইয়া, জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান প্রমুখ।

বিএনপি নেতা গিয়াস উদ্দিন বলেন, ‘নারায়ণগঞ্জের এই সন্ত্রাসী বাহিনী এমন কোনো অপকর্ম নেই যে তারা করেনি। এমন কোনো সরকারি প্রতিষ্ঠান নেই যে তারা দখল করেনি। সবকিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিত, যেন আমরা এলাকা ছেড়ে চলে যাই। আবার মুখে অনেক ভালো ভালো কথা বলেছে। তাদের জন্য নারায়ণগঞ্জের প্রতিটি শ্রেণির মানুষ অতিষ্ঠ। এই সন্ত্রাসীদের শাস্তির আওতায় আনতে হবে।’

বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে গিয়াস উদ্দিন বলেন, ‘বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করবেন না। যাঁরা অপকর্ম করবেন, আমাদের কাছে খবর আছে, তাঁদের সাইজ করে দেওয়া হবে।’

এদিকে বিকেলে শহরের মিশনপাড়া এলাকায় মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি পালন করে। মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন, সদস্যসচিব আবু আল ইউসুফসহ অন্য নেতারা সেখানে বক্তব্য দেন।