মাটিতে চাপাপড়া শ্রমিক মো. সোহাগকে প্রায় পৌনে তিন ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি দুখিয়াবাড়িতে
মাটিতে চাপাপড়া শ্রমিক মো. সোহাগকে প্রায় পৌনে তিন ঘণ্টা পর জীবিত উদ্ধার করা হয়। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি দুখিয়াবাড়িতে

সিরাজগঞ্জে গ্যাসলাইনের পাইপ স্থাপনের সময় মাটি চাপা পড়া শ্রমিক তিন ঘণ্টা পর উদ্ধার

সিরাজগঞ্জে নির্মাণাধীন বিসিক শিল্পপার্কে গ্যাস–সংযোগ দেওয়ার জন্য পাইপলাইন স্থাপন করার সময় মাটি চাপা পড়ে এক শ্রমিক। প্রায় পৌনে তিন ঘণ্টা পর তাঁকে জীবিত উদ্ধার করা হয়। সোমবার বেলা সাড়ে তিনটার দিকে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি দুখিয়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শ্রমিকের নাম মো. সোহাগ (৩০)। তিনি পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডের (পিজিসিএল) হয়ে কাজ করছিলেন। সোহাগ ভোলা জেলার চরফ্যাশনের শশীভূষণ এলাকার আবদুস সালামের ছেলে। তাঁর শরীরের প্রায় অর্ধেক পাইপের ভেতর ও অর্ধেক মাটির নিচে চাপা পড়ে ছিল বলে জানান ফায়ার সার্ভিসের সদস্যরা। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও গ্যাসের পাইপ স্থাপন কাজে যুক্ত কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ওই এলাকায় বেশ কয়েকজন শ্রমিক একসঙ্গে পাইপের ভেতর দিয়ে ঢুকে মাটি কেটে কেটে পাইপ স্থাপনের কাজ করছিলেন। দুর্ঘটনার সময় পাইপের মধ্যে তিন-চারজন শ্রমিক ছিলেন। সোহাগের মাথা থেকে প্রায় পেট পর্যন্ত পাইপের ভেতরে ছিল। এমন অবস্থায় হঠাৎ ওপর থেকে মাটি ধসে পড়ে তাঁর পেট থেকে পা পর্যন্ত মাটিতে চাপা পড়ে।

সোহাগকে উদ্ধারের জন্য অন্য শ্রমিকেরা তাৎক্ষণিকভাবে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা করেন এবং দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার অভিযান শুরু করে। এই সময়ে অক্সিজেন সরবরাহের কারণে সোহাগ পাইপের ভেতরে সুস্থ ছিল। উদ্ধার অভিযান চলাকালেও পাইপের ভেতর দিয়ে কয়েকবার গিয়ে তাঁর সঙ্গে কয়েকজন শ্রমিকের কথা হয়। দুই ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাঁকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রোকনুজ্জামান বলেন, অসুস্থ অবস্থায় ওই শ্রমিককে হাসপাতালে আনা হলে তাঁকে প্রাথমিক চিকিত্সার পর ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তাঁর বড় কোনো সমস্যা পাওয়া যায়নি। বর্তমানে তিনি সুস্থ ও শঙ্কামুক্ত আছেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আতাউর রহমান বলেন, খবর পেয়ে সেখানে গিয়ে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে দ্রুত এক্সকাভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে ওই স্থানের মাটি সরানোর ব্যবস্থা করা হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় তাঁকে জীবিত ও সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধারের পর তাঁকে দ্রুত সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।