কুষ্টিয়ার কুমারখালীতে ডাম্প ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র এবং দৌলতপুর থানার এক এসআই নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন। আজ বুধবার বেলা তিনটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বালুর মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাত্রের নাম মনির হোসাইন (২২)। তিনি কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির শিক্ষার্থী ছিলেন। একই দুর্ঘটনায় নিহত দৌলতপুর থানার এসআইয়ের নাম শহিদুল ইসলাম।
আহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামের আসাদুল ইসলাম (৬০), চর চাপড়া গ্রামের আরমান (৬০) ও তাঁর স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেন আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের ফিরোজ হোসেনের স্ত্রী মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের রুহুল (১৯) ও আবদুল হাকিমের ছেলে রিয়াজুল ইসলাম (৩০)।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানা–পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে কুমারখালীর কালুর মোড় এলাকায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রার সঙ্গে রাজবাড়ীর দিক থেকে আসা ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মাহিন্দ্রাটি দুমড়েমুচড়ে যায়। চালকসহ ৯ যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিক্ষার্থী মনির হোসাইন ও শহিদুল ইসলাম মারা যান।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসাবে মঙ্গলবার যোগদান করেন অধ্যাপক নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিহত হওয়ার খবর শোনার পর সন্ধ্যা সাতটার দিকে তিনি ওই ছাত্রের লাশ দেখতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ছুটে যান।
প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ বলেন, ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে ৯ জন গুরুতর রক্তাক্ত আহত হলে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
কুষ্টিয়া চৌড়াহস হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ডাম্প ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পুলিশের এক এসআইসহ বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ট্রাক ও মাহিন্দ্রাটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।