সপ্তাহখানেক আগে বাবার মৃত্যুর পর ১৩ বছরের কিশোর হুসাইন ব্যাপারীকে একটি ব্যাটারিচালিত রিকশা কিনে দিয়েছিলেন আত্মীয়স্বজনেরা। সেটি চালিয়েই চলছিল মা–ছেলের সংসার। কিন্তু বৃহস্পতিবার বিকেলে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরেনি হুসাইন।
আজ শুক্রবার সকালে ফরিদপুর শহরের ভাটি লক্ষ্মীপুরে একটি মহিলা মাদ্রাসার সীমানাপ্রাচীরের পাশে হুসাইনের লাশ পাওয়া গেছে। রিকশাটি সেখানে পাওয়া যায়নি। লাশটি পরে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে কোতোয়ালি থানার একদল পুলিশ ও সিআইডির ক্রাইম সিনের দল লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
হুসাইনের বাড়ি শহরের চর টেপাখোলা ব্যাপারীপাড়া মহল্লায়। তার বাবার নাম মৃত খোকা ব্যাপারী ও মায়ের নাম শেফালী বেগম (৪৮)। এক সপ্তাহ আগে গত ২৭ ডিসেম্বর খোকা ব্যাপারীর মৃত্যু হয়।
হুসাইনের চাচাতো ভাই ওবায়দুর রহমান (৩৫) বলেন, তিন বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট ছিল হোসাইন। বোনদের বিয়ে হয়ে গেছে। এক সপ্তাহ আগে তার বাবা মারা যাওয়ার পর উপার্জনের অবলম্বন হিসেবে হুসাইনকে একটি নতুন রিকশা কিনে দেন আত্মীয়-স্বজনেরা। সেটি চালিয়ে যা পেতো তাতে চলে যেত মা-ছেলের সংসার। একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুর পর কীভাবে বাঁচবেন তার মা শেফালী বেগম সেটি নিয়েই চিন্তিত সবাই।
পারিবারিক সূত্রে জানা যায়, হুসাইন রিকশা নিয়ে বৃহস্পতিবার বিকেলে বাসা থেকে বের হয়। এরপর সারা রাত সে আর বাসায় ফিরে আসেনি। রাতে বাড়িতে না ফেরায় এলাকায় মাইকিংও করা হয়। পরে সকালে তার লাশ পড়ে থাকার খবর পান পরিবারের সদস্যরা। তার গলায় দড়ি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রিকশা ছিনতাইয়ের জন্য কিশোরকে এভাবে হত্যার ঘটনায় নির্বাক এলাকাবাসী ও স্বজনেরা।
ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সনাতন কুমার মন্ডল জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডির ক্রাইম সিনের টিমও কাজ করছে। দ্রুতই জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।