ফরিদপুরে দাম বেশি রাখায় চাল ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুর জেলার মানচিত্র
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরে পাইকারি ও খুচরা পর্যায়ে মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন না করা, মূল্য বেশি রাখা ও ক্রয় রসিদ না দেওয়ার দায়ে এক চাল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের ধুলদী রেলগেট এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ধুলদী রেলগেট এলাকার মেসার্স মল্লিক ট্রেডার্সকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই প্রতিষ্ঠানের মালিক ধুলদী রেলগেট এলাকার বাসিন্দা সাইফুল ইসলাম (৫১) এ জরিমানা পরিশোধ করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রথম আলোকে বলেন, জরিমানার পাশাপাশি ওই ব্যবসায়ীকে আগামীতে এ বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।