বাগেরহাটে নৌকার প্রচারে বাধা দেওয়ায় দুজনকে জরিমানা

বাগেরহাট জেলার মানচিত্র
বাগেরহাট জেলার মানচিত্র

বাগেরহাটের চিতলমারীতে মাইক বাজিয়ে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে চিতলমারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বেদবতী মিস্ত্রী জরিমানা করেন।

বিবেক কির্ত্তুনীয়া (৬৫) ও আল আমিন খান (২৭) নামের দুজনকে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। চিতলমারীর পুরাতন কালশিরা গ্রামের বিবেককে এক হাজার এবং একই এলাকার চরপাড়া গ্রামের আল আমিনকে দুই হাজার টাকা জরিমানা করা হয় বলে নিশ্চিত করেছেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসমত হোসেন।

জানা গেছে, চিতলমারীর কালশিরা গ্রামের বদর শেখের বাড়ির সামনে রাস্তার ওপর আওয়ামী লীগের প্রার্থী শেখ হেলাল উদ্দীনের নৌকা প্রতীকের মাইকিং চলছিল। এ সময় আল আমিন খান, বিবেক কির্ত্তুনীয়াসহ কয়েকজন উচ্চ স্বরে মাইক বাজাতে নিষেধ করেন। এ নিয়ে প্রচারণার কাজে থাকা লোকজনের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। লোকজন বিবেক ও আল আমিনকে আটক করেন।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরামুল হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।

এ বিষয়ে দণ্ডপ্রাপ্ত দুজনের পরিবারের কেউ কথা বলতে চাননি।

এ বিষয়ে চিতলমারীর ইউএনও মো. আসমত হোসেন বলেন, ‘প্রচারণায় বাধা আসলে কোনো রাজনৈতিক বাধা নয়। উনি আসলে রাস্তায় দাঁড়িয়ে বাধা দেননি।‌ উনি পুকুরে কাজ করছিলেন। বাড়ির পাশ দিয়ে যখন মাইক যাচ্ছিল, উনি ডাক দিয়ে বলছিলেন, মাইক আসতে বাজান—এ রকম শুনেছি। এই পরিপ্রেক্ষিতে দুই পক্ষই প্রতিক্রিয়া দেখিয়েছেন।‌ বিষয়টি জেনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে নির্বাচনী বিধি লঙ্ঘনের বিষয়টি আমলে নিয়ে দুজনকে অর্থদণ্ড দেন। অর্থদণ্ডের বিষয়ে তাঁরা যদি কোনো আবেদন করেন, অধিকতর তদন্ত চান, সে ক্ষেত্রে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’