নাটোরে এক রাতে আওয়ামী লীগের ৩৩ নেতা-কর্মী গ্রেপ্তার

হাতকড়া
প্রতীকী ছবি

নাটোরে একটি পৌরসভার সাবেক মেয়র, ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে জেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

নাটোর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলার সাতটি থানার পুলিশ মোট ৩৩ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে নাটোর সদরে ১৮ জন, সিংড়ায় ৫ জন, লালপুরে ৪ জন, বড়াইগ্রামে ১ জন, বাগাতিপাড়ায় ২ জন, নলডাঙ্গায় ২ জন ও গুরুদাসপুরে ১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বড়াইগ্রাম পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সদস্য আবদুল বারেক, সদর উপজেলার হরিশপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ওসমান গণি ভুঁইয়া, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি সায়েম আলী ও সিংড়া পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা আছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বলেন, পুলিশ গতকাল রাতে জেলাব্যাপী আওয়ামী লীগ নেতা-কর্মীদের গণগ্রেপ্তার করেছে। যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা এ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সংগ্রাম করছেন।

পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন বলেন, আইনশৃঙ্খলা সমুন্নত রাখার স্বার্থেই ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা কোন রাজনৈতিক দলের, তা দেখা হয়নি। তাঁদের অধিকাংশের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে। সমাজে শান্তি বজায় রাখার স্বার্থে তাঁদের আটক রাখা দরকার।