কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী আ ক ম সরওয়ার জাহানের ছেলে শাইখ আল জাহান (শুভ্র) নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে আসনটির নির্বাচন অনুসন্ধান কমিটির বিচার বিভাগীয় কর্মকর্তা কুষ্টিয়ার যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আসাফ-উদ-দৌলার কাছে লিখিতভাবে নোটিশের জবাব দেন তিনি।
সরওয়ার জাহান দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। আর শাইখ আল জাহান কুষ্টিয়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। শাইখ আল জাহান বলেন, কারণ দর্শানোর নোটিশ পেয়েছিলেন। ইতিমধ্যে জবাবও দিয়েছেন।
এর আগে শাইখ আল জাহানের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছিল জেলার নির্বাচন অনুসন্ধান কমিটি। নির্বাচনী অনুসন্ধান কমিটি সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যার দিকে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহানের ছেলে শাইখ আল জাহান নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নৌকার জন্য ভোট চান। দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে পথসভায় বক্তব্য দিয়ে পাকা সড়ক নির্মাণের কথা বলে নৌকা মার্কায় ভোট চান তিনি, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনের শামিল।
এ নিয়ে গত রোববার প্রথম আলো অনলাইনে ‘সড়ক পাকা করার প্রতিশ্রুতি দিয়ে নৌকায় ভোট চাইলেন সংসদ সদস্যের ছেলে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
নির্বাচন কমিশনের জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধির ১২ ধারায় বলা আছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তার মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের নির্ধারিত তিন সপ্তাহ সময়ের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন না।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৮ ডিসেম্বর প্রতীক বরাদ্দ হবে। এর আগে ভোটের প্রচার চালানোর সুযোগ নেই।
নির্বাচন অনুসন্ধান কমিটির মোহা. আসাফ-উদ-দৌলা প্রথম আলোকে বলেন, ‘যিনি আচরণবিধি লঙ্ঘন করেছিলেন, আমরা তাঁকে নোটিশ করেছি, তদন্তও করছি। উনি এসে লিখিতভাবে জবাব দিয়েছেন। আমরা স্থানীয়ভাবে আরও কিছু তদন্ত করব। এরপর প্রতিবেদন দেওয়া হবে।’