ফরিদপুরের আলফাডাঙ্গায় দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করা এক ব্যক্তি ‘কিংস পার্টি’ খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দিয়েছেন। আজ শনিবার দুপুরে বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা-মধুখালী) আসনের প্রার্থী শাহ মো. আবু জাফরের সঙ্গে একাত্মতা প্রকাশ করে তিনি দলত্যাগ করেন।
ওই নেতার নাম সৈয়দ আশরাফ আলী ওরফে বাশার (৪৯)। তিনি আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আশরাফ আলী দীর্ঘদিন আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে উপজেলা আওয়ামী লীগের নেতারা নিশ্চিত করেছেন।
দলত্যাগের বিষয়টি নিশ্চিত করে সৈয়দ আশরাফ আলী প্রথম আলোকে বলেন, ‘ফরিদপুর-১ আসনে বিএনএমের প্রার্থী শাহ্ মো. আবু জাফরের আলফাডাঙ্গায় আগমন উপলক্ষে তাঁকে স্বাগত জানিয়েছি। আমি তাঁর সঙ্গে রাজনীতি করা শুরু করে দিয়েছি। এখন আমি শাহ জাফরের সঙ্গে একই গাড়িতে গণসংযোগ করতে মধুখালীতে যাচ্ছি।’
দলত্যাগের কারণ জানতে চাইলে আশরাফ আলী বলেন, ‘অনেক কারণ আছে। এভাবে ফোনে সব কথা বলা সম্ভব নয়।’
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, আজ দুপুরে বেলা ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলা সদরে আসেন বিএনএমের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ মো. আবু জাফর। দুপুর ১২টার দিকে তিনি আলফাডাঙ্গা থানার সামনে এক ব্যক্তির বাড়িতে একটি মতবিনিময় সভা করেন। ওই সভায় যোগ দিয়ে শাহ মো. আবু জাফরের সঙ্গে একাত্মতা প্রকাশ করে দলত্যাগ করেন আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফ আলী। এ সময় আশরাফ আলীকে স্বাগত জানিয়ে শাহ জাফর বলেন, ‘সৈয়দ আশরাফ আলী আমার সঙ্গে যোগ দিয়েছেন। আরও অনেকে তাঁর সঙ্গে যোগ দেবেন।’
জানতে চাইলে আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন বলেন, ‘আশরাফ আলী আমাদের সঙ্গে ছিল এবং আছে বলে আমার জানা ছিল। আজ শুনতে পেলাম তিনি শাহ জাফরের দলে যোগ দিয়েছেন। তিনি (আশরাফ) দীর্ঘদিন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। এরপর বিদেশ চলে যান। পরে দেশে ফিরে আলফাডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। তবে পৌর নির্বাচনে তিনি দলীয় প্রার্থীর বিরোধিতা করেছিলেন। তারপরও তাঁকে নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম।’
আকরাম হোসেন আরও বলেন, কাল রোববার বর্ধিত সভায় আলোচনা হবে। ওই সভায় তাঁকে উপস্থিত থেকে বক্তব্য দিতে বলা হবে। তিনি না এলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, বিএনপি ছেড়ে বিএনএমে যোগ দিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত শাহ্ মো. আবু জাফর। বিএনএমের প্রার্থী হিসেবে তিনি (জাফর) ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে অংশ নিচ্ছেন।