পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে দুটি মৃত ডলফিন ভেসে এসেছে। আজ বৃহস্পতিবার সকালে জোয়ারে দুটি ডলফিনের মরদেহ ভেসে এসে সৈকতের জিরো পয়েন্ট থেকে পূর্ব পাশে ঝাউবাগান এলাকায় আটকা পড়ে।
খবর পেয়ে কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্যদের সহায়তায় বন বিভাগের কর্মীরা সৈকতের বালুচর থেকে ইরাবতী প্রজাতির ডলফিন দুটি উদ্ধার করেন।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য জুয়েল রানা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সৈকত এলাকা দিয়ে গঙ্গামতি যাওয়ার পথে তিনি মৃত ডলফিন দুটি দেখতে পান। ভেসে আসা ডলফিনের শরীরের বিভিন্ন অংশ পচে-গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। এর মধ্যে একটি ডলফিনের দৈর্ঘ্য ৮ ফুট এবং আরেকটির দৈর্ঘ্য ৩ ফুট।
উপকূলের জীববৈচিত্র্য রক্ষা, মৎস্য ব্যবস্থাপনা ও সমুদ্রের নীল অর্থনীতি নিয়ে কাজ করা গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ডফিশের ইকো ফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, ‘গত তিন বছরে কুয়াকাটা সৈকতে একের পর এক মৃত ডলফিন ভেসে আসছে। অথচ কোনো প্রতিকার হচ্ছে না। আমরা সব সময়ই ডলফিন মারা যাওয়ার সঠিক কারণ খুঁজে বের করতে বলে আসছি। সমুদ্রে এসব জীববৈচিত্র্যের নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা খুবই জরুরি।’
মহিপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. আবুল কালাম বলেন, ‘আমরা খবর পেয়ে ডলফিন দুটির মরদেহ উদ্ধার করে মাটি চাপা দেওয়ার ব্যবস্থা করেছি।’
এর আগে ৪ মে কুয়াকাটা সৈকতের লেম্বুর চর এলাকায় একটি ইরাবতী ডলফিনের মরদেহ ভেসে এসেছিল। এটির দৈর্ঘ্য ছিল ৮ ফুট।