গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাসের ধাক্কায় আমানউল্লাহ বিশ্বাস (২২) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার বেলা পৌনে একটার দিকে উপজেলার বাট্রাইধোপা বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমানউল্লাহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের বাথানডাঙ্গা গ্রামের আবদুল বিশ্বাসের ছেলে। দুর্ঘটনায় ইজিবাইকের অপর চার যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। হতাহত ব্যক্তিরা সবাই একই পরিবারের সদস্য।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক শরিফুল ইসলাম জানান, উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় মামার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে স্বজনদের সঙ্গে বাথানডাঙ্গায় নিজেদের বাড়িতে ফিরছিলেন আমানউল্লাহ। ইজিবাইকটি বাট্রাইধোপা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আমানউল্লাহ নিহত হন। ইজিবাইকের অন্য চার যাত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে একজনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর ইসলাম প্রথম আলোকে বলেন, স্থানীয় ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান ও স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই আমানউল্লাহর লাশ হস্তান্তর করা হয়েছে। ইজিবাইককে ধাক্কা দেওয়া বাসটি এখনো শনাক্ত করা যায়নি। এ কারণে বাসটি জব্দ করা সম্ভব হয়নি। পুলিশ বাসটি শনাক্তের চেষ্টা করছে।