পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ষষ্ঠ সেমিস্টারের এক শিক্ষার্থী চার দিন নিখোঁজ রয়েছেন। তাঁর নাম সিফাতুল হক (২৩)। গত মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন।
সিফাতুল চট্টগ্রামের আগ্রাবাদের হালিশহর এলাকার এনামুল হকের ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার প্রথম আলোকে বলেন, নিখোঁজ শিক্ষার্থী সিফাতুলের সন্ধান পুলিশ কাজ করছে। ইতিমধ্যে বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে।
সিফাতুল হকের কয়েক বন্ধু প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার রাত আনুমানিক ১০টার পরে এসে সিফাতুলকে কক্ষে পাওয়া যায়নি। পরদিন পরীক্ষা থাকায় অন্য কক্ষে সহপাঠীদের সঙ্গে একত্রে পড়াশোনা করছেন বলে তাঁরা ভেবেছিলেন। পরে সিফাতুলের মুঠোফোন ও মানিব্যাগ কক্ষে দেখতে পান তাঁরা। পরদিন পরীক্ষায় অংশ না নেওয়ায় তাঁরা ক্যাম্পাসে ও বাইরের সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। শিক্ষকদের জানানোর পর সিফাতের বাড়িতেও খবর দেওয়া হয়।
বুধবার বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মো. মুকিত মিয়া এ ঘটনায় দুমকি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সন্তোষ কুমার বসু প্রথম আলোকে বলেন, বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছে। পরিবারকেও খবর পাঠানো হয়েছে। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করা হচ্ছে।
সিফাতুলের বাবা এনামুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে নিখোঁজ হওয়ার খবর পেয়ে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। স্বজনেরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করছেন। তবে এখন পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি।