ছুরিকাঘাতে নিহত যুবক জোবায়েরুল ইসলাম
ছুরিকাঘাতে নিহত যুবক জোবায়েরুল ইসলাম

মহেশখালী

অনলাইনে জুয়া খেলা নিয়ে বিরোধ, বন্ধুর ছুরিকাঘাতে আহত যুবকের মৃত্যু

অনলাইনে জুয়া খেলাকে কেন্দ্র করে কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে বন্ধুর ছুরিকাঘাতে আহত জোবায়েরুল ইসলাম (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। পরে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। এর আগে গত মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা এলাকায় ইয়াছিন পারভেজের ছুরিকাঘাতে জোবায়েরুল ইসলাম গুরুতর আহত হন। জোবায়েরুল ইসলাম ওই এলাকার মাহবুব আলমের ছেলে। অভিযুক্ত ইয়াছিন জোবায়েরের বন্ধু।

মহেশখালী থানার উপপরিদর্শক অপু দে প্রথম আলোকে বলেন, উপজেলার হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটার বাসিন্দা জোবায়েরুল ইসলাম এবং তাঁর প্রতিবেশী ইয়াছিন পারভেজ ওরফে নয়ন একে অপরের বন্ধু। প্রায় সময় তাঁরা মুঠোফোনে জুয়া খেলেন। এর মধ্যে অনলাইনে জুয়া খেলতে গিয়ে ইয়াছিন পারভেজের কাছ থেকে ৫০০ টাকা পাওনা ছিল তাঁর বন্ধু জোবায়েরুল ইসলামের।

পাওনা টাকা নিয়ে মঙ্গলবার সকাল ১০টার দিকে কালালিয়াকাটা এলাকায় ইয়াছিন ও জোবায়েরের মধ্যে কথা-কাটাকাটি হয়ে। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে ইয়াছিন ছুরিকাঘাত করলে তাঁর বন্ধু জোবায়েরুল ইসলাম গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে গতকাল রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কিন্তু এ ঘটনায় আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।

জানতে চাইলে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কাইছার হামিদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় অভিযুক্ত ইয়াছিন পারভেজকে গ্রেপ্তারে পুলিশ নানাভাবে চেষ্টা করছে।