ঝিনাইদহ সদরে ট্রাকের পেছনে আরেকটি মিনি ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। আজ মঙ্গলবার ভোরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের সালতা উপজেলার বড়-কাউনিয়া গ্রামের আনিছুর রহমান (৬৫) ও ভাওয়াল গ্রামের ফারুখ মাতুব্বর (৪৫)। আহত অবস্থায় মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সদস্যদের সূত্রে জানা গেছে, আজ ভোর পাঁচটার দিকে একটি মিনি ট্রাকে ফরিদপুর থেকে ঝিনাইদহ হয়ে মেহেরপুরের দিকে যাচ্ছিলেন চালকসহ চারজন। ঘটনাস্থলে পৌঁছালে আরেকটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মিনি ট্রাকটি। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন ও অন্যজন আহত হন। দুর্ঘটনার পরপরই ট্রাকটি রেখে চালক পালিয়ে গেছেন। হতাহত ব্যক্তিরা ফরিদপুরের ভাওয়াল এলাকা থেকে কলা কিনতে মেহেরপুর যাচ্ছিলেন।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান জানান, আহত ব্যক্তিকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তিদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।