বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস দিয়েছেন নোয়াখালীর একটি আদালত। আজ বুধবার বিকেলে নোয়াখালী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নোমান মহি উদ্দিন এ আদেশ দেন।
একই সঙ্গে তারেক রহমানের নামে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা জজ আদালতের বেঞ্চ সহকারী মো. জাবেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বরে লন্ডনের একটি অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদী হয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাঁর বিরুদ্ধে ওই মামলা করেন।
সূত্র জানায়, মামলার প্রাথমিক শুনানি শেষে এ বিষয়ে চরজব্বার থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত। ২০১৭ সালের ৪ এপ্রিল থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন ভূঁঞা আদালতে অভিযোগপত্র দেন। পরে মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) দেবব্রত চক্রবর্তী। তারেক রহমানের পক্ষে ছিলেন জেলা জজ আদালতের জ্যেষ্ঠ আইনজীবী ও জেলা বিএনপির সহসভাপতি এ বি এম জাকারিয়া ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) রবিউল হাসান।
এর আগে গত রোববার বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেন সুবর্ণচর উপজেলা বিএনপির নেতা-কর্মীরা। এ সময় ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানকে বহিষ্কারসহ তাঁকে আইনের আওতায় আনার দাবিও জানান।