ঝালকাঠিতে সুদেব হালদার (২৭) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার সকালে উপজেলার নবগ্রাম ইউনিয়নের রামপুর জোড়া পোল এলাকা থেকে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সুদেব সদর উপজেলার বেতরা গ্রামের সুবোধ হালদারের ছেলে। স্থানীয় বাউকাঠি বাজারে তাঁর একটি মুঠোফোন সার্ভিসিংয়ের দোকান আছে।
পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতের কোনো এক সময় দোকান বন্ধের পর বাড়ি ফেরার পথে সুদেবকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে আজ সকালে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানা-পুলিশকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
সুদেবের বাবা সুবোধ হালদার বলেন, ‘আমার ছেলের কোনো শত্রু নেই। কারা ও কেন আমার ছেলেকে হত্যা করেছে, তা আমি বুঝতে পারছি না। আমি চাই, পুলিশ এর সত্যতা উদ্ঘাটন করে হত্যাকারীদের বিচার নিশ্চিত করবে।’
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, নিহত সুদেবের মাথায় ও গলায় একাধিক কোপের আঘাত দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। সুরতহাল করার পর মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।