ঈদুল আজহা সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন (টি আমিন) সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের খেলার মাঠে পশুর হাট বসানোর প্রস্তুতি শেষ হয়েছে। স্থানীয় একটি মহল ওই মাঠে বাঁশ ও কাঠের খুঁটি পুঁতে হাট প্রস্তুত করেছে।
আজ বৃহস্পতিবার থেকে মাঠে হাট শুরু হওয়ার কথা। এদিকে বিদ্যালয়ের মাঠে হাট বন্ধের দাবিতে বিদ্যালয়টির প্রধান শিক্ষক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর এলাকায় টি আমিন পাইলট উচ্চবিদ্যালয় মাঠে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশু-কিশোরেরা খেলাধুলা করে। এ ছাড়া নানা বয়সী লোকজন ব্যায়াম ও হাঁটাচলা করেন। জাতীয় দিবসের কর্মসূচি ও বিভিন্ন খেলাধুলা এ মাঠে অনুষ্ঠিত হয়। কিন্তু প্রতিবছর ঈদুল আজহা সামনে রেখে বিদ্যালয়ের মাঠে স্থানীয় একটি মহল পশুর হাট বাসায়। এবারও হাট বসানোর জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের বাইরে দেওয়ান বাজার। সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার দেওয়ান বাজারে হাট বসে। প্রতি বৃহস্পতিবার এ বাজারে পশুর হাট বসে। তবে ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটের জন্য বিদ্যালয়ের মাঠ ব্যবহার করা হয়। গত সোমবার থেকে পুরো খেলার মাঠে খুঁটি পুঁতে হাট প্রস্তুতের কাজ চলে।
দেওয়ান বাজার হাট পরিচালনা করে দেওয়ান জাহের বখত ওয়াকফ স্টেট নামের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির মোতোয়ালি দেওয়ান মোদাচ্ছের হোসেন (সফিক) বলেন, ‘বিদ্যালয়ের মাঠের জায়গাটি আমি দান করেছি। প্রতিবছর ঈদের আগে গরুর হাট বসালেও আমি মাঠ সংস্কার করে দিই। কিন্তু এবার পশুর হাটের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমার কাছে এক লাখ টাকা দাবি করেছেন। টাকা না দেওয়ায় তিনি অভিযোগ করেছেন।’
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রউফ বলেন, ‘বিদ্যালয়ের মাঠ রক্ষার্থে পশুর হাট বন্ধের জন্য আমি প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগ দেওয়ার পর দেওয়ান সফিক সাহেব আমাকে ডেকেছিলেন। আমি কয়েকজন শিক্ষক নিয়ে তাঁর সঙ্গে দেখা করি। বিদ্যালয়ের মাঠে পশুর হাট বসানোর জন্য তিনি আমাকে ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। আমি কোনো টাকা দাবি করিনি।’
মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহ আলম মিয়া বলেন, পশুর হাট বন্ধের জন্য লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) দায়িত্ব দেওয়া হয়েছে।
বিদ্যালয়ের মাঠে হাট বন্ধ করতে বাজার কর্তৃপক্ষকে মাঠ থেকে খুঁটি সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) এ টি এম আরিফ।